সিলেটের জঙ্গিবিরোধী অভিযান : সোয়াট পৌঁছানোর পরই মূল অভিযান
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৭, ১১:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঢাকা থেকে সোয়াট টিম সিলেটে পৌঁছানোর পর মূল বাড়ির অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া জানান, বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শিববাড়ি এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আত্মসমপর্ণের আহবান জানাচ্ছি আমরা।
গোলাম কিবরিয়া আরও জানান, ঢাকা থেকে সোয়াটের টিম রওয়ানা দিয়েছে। সোয়াট পৌঁছার পর মূল অভিযানে যাওয়া হবে।
এদিকে, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) বাসুদেব বণিক চলমান জঙ্গিবিরোধী অভিযানে মিডিয়ার সহযোগিতা কামনা করে বলেন, দেশব্যাপী জঙ্গিদের নেটওয়ার্ক যাতে সংগঠিত না হতে পারে সেজন্যে মিডিয়াকর্মীদের সরাসরি সম্প্রচার না করার অনুরোধ করছি।
শুক্রবার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনা ও একাধিক জঙ্গি রয়েছে।
ঢাকা-চট্টগ্রামের ওই অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
এরপর ওই বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয় তারা। শুক্রবার ভোর রাতে ভেতরে থাকা জঙ্গিরা গ্রেনেড চার্জ করে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়। পুলিশও কয়েক দফা গুলি ছুঁড়ে।