সিলেটে প্রার্থী হবেন এরশাদ : ৬টি আসনে জাপার মনোনয়নপ্রত্যাশী ১৮ নেতা
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৭, ১২:৫০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
এক সময় জাতীয় পার্টির দুর্গ ছিল সিলেট বিভাগ। সেই দুর্গে এখন দলটির বেহাল দশা। এক সময় সিলেটের ১৯ আসনেই প্রার্থী দিয়েছিলেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। কিন্তু বর্তমানে বিভাগের ১৯ আসনতো দূরের কথা, সিলেট জেলার ৬টি আসনেই সংসদ সদস্য প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে দলটি। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছিল সিলেট জাতীয় পার্টিতে। ওই সময় নীরব থাকা সিলেটের জাপা নেতারা উজ্জীবিত হয়ে উঠেন। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকায় তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করে মহাজোট ত্যাগ করার ঘোষণা দেওয়ায় উজ্জীবিত হন জাপার নেতাকর্মীরাও। একই সাথে সিলেট বিভাগের বিভিন্ন সংসদীয় আসনে জাপার সম্ভাব্য এমপি প্রার্থীরাও সরব হয়ে উঠেন। সিলেটের ১৯ আসনের ৬টি আসনে তাদের দল থেকে প্রার্থী ঠিক করা হয়। তবে এর মধ্যেও ছিল নানা সংশয়-শঙ্কা। নির্বাচনের কিছু দিন আগে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় রাজধানীর সামরিক হাসপাতালে। এরশাদকে আটক করা হয়েছে দাবি জানিয়ে সিলেটে পৃথক মিছিল, মিটিং আর স্মারকলিপি দেওয়া হয় সংশ্লিষ্টদের কাছে। এরই মধ্যে দলের বর্তমান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। সিলেটের নেতাকর্মীরা মনোনয়ন জমা দেন জাপার ব্যানারে। জাপার কতিপয় কেন্দ্রীয় নেতা সিলেটে মনোনয়ন জমাকারীদের মনোনয়ন প্রত্যাহারের কথা বলেন। তাঁরা বরাত দেন খোদ জাপা চেয়ারম্যান এরশাদের। এমন সংবাদে এরশাদপন্থি নেতারা নির্বাচনের আগে মনোনয়ন প্রত্যাহার করে নেন। নির্বাচনে থেকে যান রওশন এরশাদ পন্থি দুই নেতা।
সিলেটের নেতারা জানিয়েছেন, এরশাদ এবার জোটে থাকবেন কিনা তা শুধু তিনিই জানেন। তবে আগামী সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে এরশাদ নিজে প্রার্থী হবেন।
সিলেট-১ : সিলেটের গুরুত্বপূর্ণ আসন সিলেট-১-এ দশম জাতীয় সংসদ নির্বাচনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রার্থী হবেন বলে ঘোষণা দেন। কিন্তু তিনি প্রার্থী হননি। এবার এ আসনে এরশাদ প্রার্থী হবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। তিনি বলেন, ‘স্যারের ইচ্ছে আছে। তিনি এ আসনে নির্বাচন করবেন বলে আমরা আশাবাদী’।
দলের অপর আরেক সূত্র জানায়, এ আসনে জাপা চেয়ারম্যান এরশাদ প্রার্থী না হলে তাঁর সাবেক উপদেষ্টা ও সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুলকে প্রার্থী করা হতে পারে। এ আসনে দলের মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ।
সিলেট-২ : বিশ্বনাথ-ওসমানীনগর ও বালাগঞ্জ একাশং নিয়ে গঠিত সিলেট-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন ৫ জন প্রার্থী। এঁরা হলেন, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বর্তমান এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, সাবেক এমপি মখসুদ ইবনে আজিজ লামা, জেলা জাপার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ এবং কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী।
অবশ্য জেলা জাপার সাবেক সভাপতি আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন, দল তাঁকে সিলেটের যে-আসনে মনোনয়ন দেবে তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী সে আসনে নির্বাচন করবেন।
সিলেট-৩ : দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনে মনোনয়ন চাইবেন ৫ জন প্রার্থী। এঁরা হলেন, দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সদস্য ও জেলা জাপার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং যুক্তরাজ্য প্রাবাসী জাপা নেতা ব্যারিস্টার ইম্মনুল হামিদ এনাম ও মুহিদুর রহমান।
সিলেট-৪ : জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এ আসনে জাপার সম্ভাব্য দুজন প্রার্থী দলীয় মনোনয়ন চাইবেন। এঁরা হলেন, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহ্বায়ক এটিইউ তাজ রহমান ও প্রবাসী জাপা নেতা ইসমাইল আলী আশিক।
এটিইউ তাজ রহমান জানান, তিনি দলীয় মনোনয়ন নিয়ে এ আসনে জাপার লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে দল অন্য কোনো প্রার্থীকে চূড়ান্ত করলে তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না।
সিলেট-৫ : কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে জাপার মনোনয়নপ্রত্যাশী প্রার্থী হচ্ছেন ৪ জন। এঁরা হলেন, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ছাব্বির আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ ও কেন্দ্রীয় সদস্য শিল্পপতি জাকির আহমদ।
সিলেট-৬ : গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে মনোনয়ন চাইবেন ২ জন প্রার্থী। তাঁরা হলেন, বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি ও জাপার প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান।
বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, দল যদি দুটি আসনে তাঁকে মনোনয়ন দেয়, তাহলে তিনি দুই আসনেই নির্বাচন করবেন।
এটিইউ তাজ রহমান বলেন, তিনি দুটি আসনে মনোনয়ন চাইবেন দল চাইলে দুটিতেই নির্বাচন করবেন। সর্বোপরি দলের সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।