আন্দোলন এই বছর না ঐ বছর, মানুষ বাঁচে কয় বছর : বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের
প্রকাশিত হয়েছে : ২৩ মার্চ ২০১৭, ১০:১৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগ’র সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কে নিয়ে ভয় পাবেন না, বিচলিত হওয়ার কারণ নেই। বিএনপি এখন নালিশ পার্টি । নির্বাচনে ব্যার্থ আন্দোলনে ব্যার্থ। মানুষ পুড়িয়ে মেরে ক্ষমতায় বসতে চায়। ঘরে বসে বসে মিথ্যাচার প্রচার করে। নালিশের পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। বাঘাইছরিতে এই নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন হয়েছে । সবাই বলেছে সুষ্ঠু ও সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। বিএনপি বলছে সুক্ষ কারচুপি হয়েছে। বানরে সঙ্গিত গায়।
তাদের আন্দোলনে মরা গাঙ্গে কুশিয়ারা সুরমা ঢেউ আসবে না। মরা গাঙ্গে আন্দোলনের ঢেউ জোয়ার আসবে না। তারা বলে রোজার ঈদের পর আন্দোলন। আবার বলে কোরবানী পর আন্দোলন । আবার বলে পরীক্ষা আর আন্দোলন। পর মাস যায় বছর যায়। দেখতে দেখতে ৮ বছর বিএনপির আন্দোলন হবে কোন বছর। এই বছর না ঐ বছর, মানুষ বাঁচে কয় বছর।
বুধবার দুপুরে সিলেট বিভাগীয় আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।