ইস্ট লন্ডনসহ ব্রিটেনে নিরাপত্তা জোড়দার : ভালো আছেন বাংলাদেশীরা
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ১০:৫৯ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ লন্ডনে একই সময় পৃথক দুটি স্থানে সন্ত্রাসী হামলার পর গোটা ব্রিটেন এখন নিরাপত্তার চাদরে ঢাকা। বাঙ্গালী অধ্যুষিত ইস্ট লন্ডনসহ নিরাপত্তা জোড়দার করা হয়েছে। হতাহতের মধ্যে কোন বাংলাদেশী নেই বলে নিশ্চিত হওয়া গেছে। ইস্ট লন্ডন ও আক্রান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশীরা ভালো আছেন।
লন্ডনের বেশ কয়েকটি এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আন্ডারগ্রাউন্ড রেল যোগাযোগ ব্যবস্থা। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন অন্তত ১০ জন।