বালাগঞ্জে ইসলামী সম্মেলনে হেলিকপ্টারে যোগ দিলেন মাওলানা আব্বাসী
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০১৭, ৭:২৪ অপরাহ্ণ
ঢাকা থেকে হেলিকপ্টারে এসে ইসলামী সম্মেলনে যোগ দিলেন আল্লামা সাইয়্যেদ মুফতি ড. মোহাম্মদ এনায়েতুল আব্বাসী ওয়া সিদ্দিকী। বুধবার বেলা আড়াইটার দিকে তিনি মাহফিল মাঠে হেলিকপ্টার থেকে অবতরণ করে বিকেল ৪টা পর্যন্ত বয়ান করেন। মাহফিলে কয়েক হাজার ধর্মপ্রান লোক উপস্থিতি হলেও মাহফিল স্থলে মাওলানা আব্বাসীর হেলিকপ্টারে অবতরণের দৃশ্য দেখার জন্য উৎসুক নারী-শিশু সহ সব বয়সী মানুষের ঢল নামে। এতে মাহফিলের চাইতে মূল আকর্ষন ছিল মাওলানা আব্বাসীর হেলিকপ্টারে অবতরণের মুহুর্তটি। বালাগঞ্জ সদর ইউনিয়নের ৭টি গ্রামের সমন্বিত উদ্যোগে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের সন্নিকটে চরসুবিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বুধবার সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়। ‘সাতগ্রাম আল ইসলাহ সমাজ সেবা পরিষদের’ ব্যানারে ১০ম ইসলামী সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আল্লামা সাইয়্যেদ মুফতি ড. মোহাম্মদ এনায়েতুল আব্বাসী ওয়া সিদ্দিকী বলেছেন, ইসলাম সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ^াস করেনা। ইসলাম অর্থ আত্মসমর্পন। আল্লাহ্ ও রাসূলের সান্নিধ্য পেতে হলে মুমিন-মুসলমারদেরকে ইমান, ইসলাম ও এহসানের নির্দেশ মতে জীবন পরিচালনা করতে হবে। বাংলাদেশের মাটিতে আইএস নামধারী সন্ত্রাসীদের ঠাঁই হবেনা উল্লেখ করে তিনি বলেন, ইহুদি ও বিধর্মীরা আইএস সৃষ্টি করে ইসলাম ধর্মের নামে বিশ্বব্যাপি সন্ত্রাসের রাজ্যত্ব কায়েম করে ইসলামকে কলুষিত করছে। তিনি বলেন, আলেম-ওলামাদের মধ্যে একটি অংশ কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মিলাদ-কিয়ামের গুরুত্ব না বুঝে এর বিরোধিতা করে আসছে। এদের থেকে সবাই সতর্ক থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন-মাওলানা মোবারক উল্লাহ্ আজাদী, মাওলানা মুফতি হাবিবুর রহমান, মাওলানা মোঃ দ্বীন ইসলাম প্রমুখ।