বঙ্গবন্ধু ছিলেন সারা বিশ্বের নিপীড়িত মানুষের নেতা: লন্ডনে আসাদুজ্জামান নুর
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৭, ৫:৩৪ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নুর এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের নিপীড়িত মানুষের নেতা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। তার আত্মত্যাগের কথা, তার আদর্শের কথা, তার আপসহীন সংগ্রামের কথা ও তার দর্শন নবপ্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
রবিবার ১৯ মার্চ বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত লন্ডনের রেডব্রিজ টাউন হলে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মবার্ষিকী ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
ফোরামের যুক্তরাজ্যের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এতে প্রধান আলোচক হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যর প্রধান উপদেষ্টা ও প্রখ্যাত সাহিত্যিক- সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে লন্ডনস্থ বাংলাদেশ সরকারের হাইকমিশনার মোঃ নাজমুল কাওনাইন, সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, গ্রেটার লন্ডন এসেম্বলি মেম্বার কীথ প্রিন্স, রেডব্রিজ কাউন্সিল লিডার পল ক্যানেল, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আব্দুল করিম নাজিম প্রমুখ ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও অনুষ্ঠান হয়। এতে সঙ্গীত পরিবেশ করেন ব্রিটেনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোহাম্মদ দিলু ,শতাব্দী কর , তানিয়া, রাজিয়া রহমান চৌধুরী, ও নৃত্য প্রদর্শন করেন দীপ মোহাম্মদ সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যর নিজস্ব শিল্পীরা। পরিশেষে আগত অতিথিদের মধ্যে খাবার পরিবেশ করা হয়।