নগরীর সুবিদবাজারে যুবককে কুপিয়েছে ছিনতাইকারীরা
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০১৭, ১০:২৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার আয়েশা হোটেলের পাশের গলিতে এক যুবককে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত যুবকের নাম শাকিল মিয়া (২২)। সে একজন টাইলস কর্মী এবং সুবিদবাজারের কলাপাড়া এলাকার বাসিন্দা।
শাকিলের বড়ভাই উজ্জ্বল মিয়া অভিযোগ করেছেন- গতকাল রবিবার রাত ১০ টার দিকে শাকিল তার কর্মস্থল থেকে ফেরার পথে একদল ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্য হামলা চালায় শাকিলের উপর। সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন, রুপার চেইন ও ব্রেসলেট সহ তার কাছে থাকা তার কর্মস্থলের প্রায় ৩০হাজার টাকা ছিনিয়ে নেয়।
শাকিলের বড় ভাই অভিযোগ করেন, “তার ভাই ছিনতাইকারীদের মধ্যে সুবিদবাজার ছাত্রলীগের রিপন গ্রুপেরকর্মী আবিদ এবং শহীদ নূরকে চিনে ফেলায় তারা তাকে জানে মেরে ফেলতে চেয়েছিল। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।”
এখন শাকিল সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শাকিলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।