ফেঞ্চুগঞ্জে পাল্টাপাল্টি অভিযোগে ওয়াজ মাহফিল স্থগিত
প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০১৭, ১:২৭ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে পাল্টাপাল্টি অভিযোগে এডুকেশন সেন্টার ফেঞ্চুগঞ্জ এর উদ্যোগে আগামী ২২ মার্চের বার্ষিক ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে।
জানা যায়, এডুকেশন সেন্টার ফেঞ্চুগঞ্জ লাইব্রেরির আয়োজনে আগামী ২২ মার্চ বুধবার দক্ষিণ ফেঞ্চুগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিল পূর্ব নির্ধারিত ছিল। ওয়াজ মাহফিলের স্থানের অনুমতি নিয়ে আয়োজকদের এবং ঈদগাহ কমিটির পাল্টাপাল্টি অভিযোগ উঠে। এদিকে হঠাৎ ওয়াজ মাহফিলের ৩দিন পূর্বে ওয়াজ মাহফিল স্থগিতের এমন খবর শুনে আয়োজকরা হতাশ হয়ে পড়েন।
আয়োজকরা অভিযোগ করে বলেন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে আগামী ২২মার্চের ওয়াজ মাহফিলের অনুমতি দক্ষিণ ফেঞ্চুগঞ্জ শাহী ঈদগাহ কমিটির সহসভাপতি ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর কাছে থেকে নেওয়া হয়েছে। তারপরও এমন স্থগিতে আমরা ক্ষতিগ্রস্ত ও হতাশ। তারা আরও বলেন, আমরা অনুমিত না নিয়ে কি এই মহতি মাহফিলের আয়োজন করেছি??
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দক্ষিণ ফেঞ্চুগঞ্জ শাহী ঈদগাহ কমিটির সহসভাপতি শওকত আলীর সঙ্গে আলাপ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ শাহী ঈদগাহ ময়দানে এই ওয়াজ মাহফিল করার জন্য আমি কোন অনুমিত দেয়নি।