হবিগঞ্জে শ্বশুর হত্যা মামলায় জামাতা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ৪:২৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরের শ্বশুর হত্যা মামলায় জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর রাতে পুলিশ শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী একটি গ্রাম থেকে কামাল মিয়া হত্যা মামলার প্রধান আসামী জামাতা সাজু মিয়াকে গ্রেপ্তার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ জানান, ওইদিন ভোর রাতে থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশের নেতৃত্বে একদল পুলিশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভারতীয় সীমান্তঘেষা দুর্গম এলাকা বেলতলী গ্রাম থেকে কামাল মিয়ার মেয়ের জামাতা শায়েস্তাগঞ্জ থানার সুরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে সাজু মিয়াকে গ্রেপ্তার করে।
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার রাত থেকে সাজু মিয়াকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সে দ্রুত স্থান পরিবর্তন করার ফলে গ্রেপ্তার করা সহজ ছিল না। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সাজু মিয়া তার শ্বশুর কামাল মিয়া হত্যা মামলার প্রধান আসামী। উপজেলার রতনপুর গ্রামের কামাল মিয়াকে হত্যার ঘটনায় তার ভাই দুলাল মিয়া বাদি হয়ে জামাতা সাজু মিয়াকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭-৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।