সড়ক দুর্ঘটনায় বড়লেখা ডিগ্রি কলেজের প্রভাষক নিহত, এলাকায় শোকের ছায়া
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ৩:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম (৫৩) নিহত হয়েছেন।
বুধবার (১৫ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে নারায়ণগঞ্জের ভুলতা রূপগঞ্জ বাজারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গাড়িতে থাকা দৈনিক যায়যায়দিন পত্রিকার বড়লেখা সংবাদদাতা সুলতান আহমদ খলিল, বিয়ানীবাজারের ব্যবসায়ী দেলওয়ার হোসেন, বড়লেখার রেজাউল করিম, জুড়ী গোয়ালবাড়ির আব্দুল গফুর, কুলাউড়া উপজেলার ছালেখ আহমদসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস নারায়ণগঞ্জ জেলার ভুলতা নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে এর সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খায়। এতে বাসটির (গাড়ী নং ১৪০৫) ডান পাশ দুমড়ে-মুচড়ে যায়।
এসময় বাসে থাকা শিক্ষক নজরুল ইসলামসহ আরো ১ জন ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, প্রভাষক নজরুলের মর্মান্তিক মৃত্যুতে বড়লেখায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার, নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীসহ উপজেলার সকল স্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম সড়ক দুর্ঘটনায় প্রভাষক নজরুল ইসলামের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”