ওসমানীনগরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ২:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার-নিজকরনসী রাস্তা সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালাবাজারের ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক,সমাজসেবক আব্দুল মতিন, সাবেক ইউপি সদস্য আবদাল মিয়া, ইউপি সদস্য সৈয়দ জাহান আলী, যুবলীগ নেতা মকসুদ আলী, আপ্তাব আলী ব্যাবসায়ী দিলু মিয়া , আবুল হোসেন, গনি মিয়া, ছাত্রলীগ নেতা শাহব উদ্দিন, রাসেল চৌধুরী রাজু, শাকিল আহমদ টিটু, সমাজসেবক পিয়ার আলী, রুহেল আহমদ, শহিদ মিয়া, ইমন আহমদ, মালেক আহমদ প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, গোয়ালাবাজার-নিজকরনসী রাস্তা দিয়ে জায়ফরপুর, নিজ করনসী, জহিরপুর, নূরপুর, তেরহাতি, পাঠুলি পাড়া, নগরী কাপন, তালতলা, কছবুরাইসহ বিভিন্ন গ্রামের লক্ষধিক মানুষ যাতায়াত করেন। চলাচল করে শত শত যানবাহন । বহুদিন যাবৎ রাস্তাটি সংস্কার না করায় তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। গোয়ালাবাজার থেকে নিজকরনসী রাস্তার শেষ সীমানা পর্যন্ত বেহাল দশা সৃষ্ঠি হয়েছে। পুরো রাস্তার স্থানে স্থানে দেখা দিয়েছে ভাঙন আর বড় বড় গর্ত। রাস্তাটি সংস্কার করার জন্য সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্যর সুদৃষ্টি কামনা করছি।