ইয়ুথ উলামা ফোরামের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৪, ৩:৪৩ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি::
ওসমানী নগর থানার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সর্বস্থরের আলেম উলামাদেরকে নিয়ে বড় হাজীপুর দারুল কুরআন নূরানী মাদরাসায় গত ১৩ এপ্রিল শনিবার রাত ৯টায়, মাদরাসার মুহতামিম গাজী মুফতী আব্দুল বাতীন বিজুর সভাপতিত্বে এবং মাওঃ ময়নুল ইসলাম মশকুর ও মাওঃ ইমরান আহমদ রুবেল এর যৌথ পরিচালনায় এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শামসুল উলূম বল্লভপুর মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওঃ শামীম আহমদের উদ্বোধনী স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন হাঃ ফাহিম আহমদ ও ইসলামি সংগীত পরিবেশন করেন ইজাজুর রহমান হাসান।
পারস্পরিক পরিচয় পর্ব শেষে বক্তব্য পেশ করেন, গলমুকাপন দারুসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুদ্দিন মাজমুন, কিয়ামপুর জামে মসজিদের ইমাম ও খতীব হাঃ আকমল খাঁন, সিলাম মাদ্রাসার শিক্ষা-সচিব মাওঃ আতাউর রহমান, কিয়ামপুর তাহফিজুল কুরআন মাদ্রাসার তত্তাবধায়ক মাওঃসাইফুল আলম, মাজগাও জামে মসজিদের ইমাম ও খতিব রশীদ আলী, দ্যা স্কুল হলি কুরআন ঢাকার পরিচালক মাওঃ সালমান আহমদ,বিশিষ্ট ওয়ায়েজ মুফতী নাছির আল হাদী ও আশরাফুল উলুম কাদিপুর মাদ্রাসার উস্তাদ মাওঃ ইমদাদুর রহমান প্রমুখ।
বক্তব্যে বক্তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ইয়ুথ উলামা ফোরামের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং প্রচলিত ঘুণে ধরা সমাজ পরিবর্তনে ও স্বার্থান্বেসীদের হাত থেকে সমাজ ব্যবস্থাকে রক্ষা করে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ বিনির্মানে আগামী দিনে উলামায়ে কেরামদের ভূমিকা, দায়ীত্ব ও কর্তব্য বিষয়ক দিক নির্দেশনামুলক আলোচনা পেশ করেন। এ সময় যুক্তরাজ্য থেকে টেলি কনফারেন্সে ফোরামের অন্যতম সদস্য মাওলানা আনিসুর রহমান, মুফতী মাসরুর আহমদ বুরহান ও মাওলানা লুৎফুর রহমান জুনাইদ এতে অংশগ্রহণ করেন।
পরিশেষে মাওঃ রফিক আহমদ সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উত্ত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওঃ বদরুল আলম, মাওঃ জুনায়েদ আহমদ, মাওঃ হাসান আহমদ, মাওঃ মুজাম্মিল আহমদ, হাঃ মাওঃ শফিকুল ইসলাম সালেহ, মাওঃ আব্দুল মুহাইমিন, মাওঃ এহতেশামুল হক,মাওঃ তফজ্জুল শফিক, মাওঃ মুহাম্মদ বিন বাশার, মাওঃ আলাউদ্দিন, মাওঃ মুহিবুর রহমান,মাওঃ শেখ শিহাবউদ্দীন,মাওঃ শেখ মামুন আহমদ,মাওঃ ওলিউর রহমান,মাওঃ ইয়ামিন আহমদ,মাওঃ সাব্বির আহমদ, মাওঃ শফিক আহমদ, মাওঃ মাহমুদুল হাসান, মাওঃ এমদাদুল হক, মাও.আবু মুসা,মাওঃ মামুনুর রশীদ,মাওঃ হুমায়ূন আহমদ,মাওঃ মতচ্ছির মিয়া,মাওঃ শফিক আহমদ,মাওঃ মুজাক্কির আহমদ, মাওঃ শাকের আহমদ, মাওঃ ময়নুল ইসলাম, মাওঃ জুবায়ের আহমদ, মাওঃ সালমান আহমদ, মাওঃ আব্দুল বাছিত, মাওঃ উবায়দুল হক নাহিদ, মাও. মতিউর রহমান মাসুম, মাওঃ জিহাদ আহমদ, মাওঃ মাহিদ আহমদ, মাওঃ আহসান আহমদ, মাওঃ নাঈম আহমদ, মাওঃ আব্দুল হাই ফয়সাল, মাওঃ নাহিদ আহমদ, হাফিজ নেহাল খাঁন, হা:আব্দুল করীম,হাঃ সিরাজুল ইসলাম, হাঃ আব্দুল বাছিত, মুজাক্কির আহমদ নাজু, ইমদাদ আহমদ, ফেদাউর রহমান মাসহুন, আফজল আহমদ, কামরুল আহমদ, আব্দুল কাদীর, তানভীর আহমদ, জাহাঙ্গির আহমদ প্রমুখ।