এলাকায় জ্ঞানের জ্যোতি ছড়িয়ে দিতে পিতার নামে পাঠাগার স্থাপন
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে জ্ঞানের জ্যোতি ছড়িয়ে দিতে প্রয়াত পিতার নামে পাঠাগার স্থাপন করেছেন সিলেটের নর্থইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদি। পারিবারিক উদ্যোগে প্রায় ১৫ হাজার বই নিয়ে ওসমানীনগরের বেগমপুর বাজারে চালু করা শাহ ইরফান আলী পাঠাগারটি শনিবার বিকেলে অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। এই পাঠাগারকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থিস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, যুক্তরাজ্য আওয়ামী লীগের গণসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল, সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, যুক্তরাজ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান চৌধুরী আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউপি চেয়ারম্যান শাহেদ আহমদ মূছা, মঈন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবিদুর রহমান, বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অবসর ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক প্রণয় কুমার পাল, সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রভাষক অহি আলম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউর রহমান আলা, আওয়ামী লীগ নেতা তফজ্জুল হোসেন, লুৎফুর রহমান, নাজমুল হোসেন মুন্না, এবি ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহ এসএম সাজ্জাদ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয় শাহ মো. আরমান আলী ও কেএন রোকেয়া বেগমের পরিবারের পক্ষ্য থেকে বন্যা কবলিত ৬০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়।