প্রতিমন্ত্রী’র নির্দেশে আ.লীগ নেতার রান্না করা খাবার ও ত্রান বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২৪, ৮:১২ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপির নির্দেশনায় সিলেটের ওসমানীনগরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে রান্না করা খাবার ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার সাদিপুর ইউনিয়নের হলিমপুর ও গাভুরটিকি গ্রামে উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদের উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপির ছোট ভাই যুক্তরাজ্য দ্যা ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান হামিদুর রহমান চৌধুরী আনোয়ার,ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন,কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের দূর্যোগ ও ত্রান বিযয়ক সম্পাদক ফরুক আহমদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবির,সদস্য তারেক মনোয়ারসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।