বিশ্বনাথ,গোয়ালাবাজার ও তাজপুরে লার্ণিং পয়েন্ট’র ফ্রি সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ১২:১৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের বিশ্বনাথ,গোয়ালাবাজার ও তাজপুরে লার্ণিং পয়েন্টের উদ্যোগে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার, সোমবার ও বুধবার সাদি মহল কমিউনিটি সেন্টার, সেবা কমিউনিটি সেন্টার এবং বন্ধন কমিউনিটি সেন্টারে পর্যায়ক্রমে সেমিনার তিনটি অনুষ্ঠিত হয়। এই সেমিনারে গুলোতে অংশ নেয় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় ছয় হাজার এসএসসি ও দাখিল উর্ত্তীন শিক্ষার্থী। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইজি স্পোকেন পদ্ধতির উপর বিস্তারিত আলোচনা করেন, লার্ণিং পয়েন্ট’র প্রতিষ্ঠাতা প্রধান মো. মঈন উদ্দিন। সেই সাথে তিনি কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন ।
সেমিনারে লার্নিং পয়েন্টের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুর রহিম, আব্দুশ শহিদ, ছালিক মিয়া, আব্দুল আলিম সুহেল, জুবায়ের আহমদ, ফেরদৌস আহমদ,ফখর উদ্দিন, আব্দুল লতিফ, শিপলু হক, বিলকিছ বেগম, রুজিনা বেগম, জুবায়ের আহমদ, নাদিয়া ফেরদৌস, ইলিয়াস আহমদ, আবু তালহা মোহাম্মদ সুয়াইব, জুবেল আহমদ, মোমিন আহমদ ও জুনেদ আহমেদ জয়।
প্রত্যেকটি সেমিনারে উপস্থিত এসএসসি ও দাখিল উর্ত্তীন শিক্ষার্থীদের মধ্যে লটারী করে তিন জন শিক্ষার্থীকে তিনটি কম্পিউটার প্রদান করা হয়।