সিলেটে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু : ব্রিটেন প্রবাসীদের কৃতজ্ঞতা প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৭, ১২:৩৯ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ওসমানীতে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়ায় ব্রিটেনে বসবাসকারী সিলেটীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘ ১৮ বছ পর গতকাল সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই ডুবাই অবতরণের খবর পাওয়ার পর প্রবাসীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রিটেন প্রবাসী আব্দুস সালাম ওদুদ সুরমা নিউজকে বলেন, এটা আমরা সিলেটবাসীর জন্য এটা একটি বড় ও ভাল সু খবর। এখন থেকে সরাসরি সিলেট যাওয়ার প্রক্রিয়া উন্মুক্ত হলো। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে আমাদের গন্তব্য পৌছতে হতো। এই কষ্টের অবসান হলো এমন একটি চমৎকার উদ্যেগের মাধ্যমে। আমি ব্রিটেনে বসবাসকারী সকল সিলেটীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ব্রিটেন প্রবাসী নোমান আহমেদ খান সুরমা নিউজকে জানান,সরকারের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ তরতর গতিতে উন্নয়নের ভেলায় ভেসে চলেছে। তারই ধারাবাহিকতায় সিলেটবাসীর জন্য যুগপোযোগী একটি পদক্ষেপ নিলো সরকার। বিলেতে বসবাসকারী সিলেটবাসীর পক্ষ থেকে সরকারকে অশেষ ধন্যবাদ জানাই।
প্রবাসী মেহের উদ্দিন শিকদার সুরমা নিউজকে তার প্রতিক্রিয়ায় জানান, সরকারের আন্তরিক প্রচেষ্টায় সিলেটে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হলো। এমন খবরে আমরা যারপরনাই উৎফুল্ল। সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও মাননীয় অর্থমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সিলেটের প্রায় ৫০ লাখ প্রবাসী এখন সরাসরি তাদের প্রাণের শহর সিলেটে পৌছতে পারবে।
উল্লেখ্য, গতকাল বুধবার (১৫ মার্চ) বিকেল ৩ টায় ১৮ বছরের প্রতীক্ষা শেষে আজ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি নামে আন্তর্জাতিক ফ্লাইট। ১৪৭ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাই দুবাই’র ফ্লাইট । এর মাধ্যমে দীর্ঘ অপেক্ষার পর ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চলাচলের পথ সুগম হলো। এ ফ্লাইটে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।