বেহালদশায় গোয়ালাবাজার-নিজকরনসী রাস্তা, মানববন্ধন কাল
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৭, ৪:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বেহালদশায় ওসমানীনগরের গোয়ালাবাজার-নিজকরনসীর জনগুরুত্বপূর্ণ রাস্তা। কার্পেটিং উঠে অসংখ্য খানা-খন্দে আর স্থানে স্থানে বড় বড় গর্ত হওয়ায় চলাচলের ক্ষেত্রে এলাকাবাসীর দুর্ভোগের সীমা নেই। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে যাতায়াতে বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থীসহ এলাকার অর্ধলক্ষ মানুষ। দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছেন এলাকাবাসী।
এদিকে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধনে নামছে এলাকাবাসী। আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২ ঘটিকায় এলাকাবাসীর উদ্যোগে নিজকরনসী রোডে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে সুরমানিউজকে জানিয়েছেন গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোয়ালাবাজার-নিজকরনসী রাস্তা যোগাযোগের প্রধান মাধ্যম। এ রাস্তা দিয়ে গোয়ালাবাজার, নগরিকাপন, জায়ফরপুর, নূরপুর, তালতলা, নিজ করনসী, পাটুলি পাড়া, জহিরপুর, তেরহাতিসহ বেশ কয়েকটি গ্রামের অর্ধলক্ষ মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। কিন্তু জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির কার্পেটিং উঠে গিয়ে সৃষ্ঠি হয়েছে বড় বড় গর্ত। যার কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। সরেজমিন দেখা যায়, গোয়ালাবাজার থেকে নিজকরনসী রাস্তার শেষ সীমানা পর্যন্ত বেহাল দশা সৃষ্ঠি হয়েছে। পুরো রাস্তার স্থানে স্থানে দেখা দিয়েছে ভাঙন আর বড় বড় গর্ত। পাকা অংশের কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্ঠি হয়ে এক একটি মিনি পুকুরে রুপ নিয়েছে। রাস্তাটির খানা-খন্দ, গর্ত, ভাঙ্গন এত বেশী পরিমান যে, যান চলাচলে চালকদের লাগামহীন দুর্ভোগ পোহাতে হয়। জন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখনই জরুরী ভিত্তিত্বে সংস্কার করা না হলে আর কিছু দিন পরে রাস্তাটির অস্তিত্ব খোজে পাওয়া যাবে না বলে অভিযোগ স্থানীয়দের। অটোরিকশা চালক জুয়েল সুরমানিউজকে জানান, পুলিশি বাধায় আমরা অটোরিকশা নিয়ে মহাসড়কে উঠতে পারি না। শুধু মাত্র গোয়ালাবাজার-নিজ করনসী রাস্তাটি সংস্কার হলেও আমরা প্রায় দুই শতাধিক অটোরিকশা চালকরা গাড়ি চালিয়ে পরিবার নিয়ে কোন রকম থাকতে পারব। জায়ফরপুর গ্রামের দিলু মিয়া বলেন, গোয়ালাবাজার-নিজকরনসী রাস্তাটি কার্পেটিং উঠে গিয়ে বড় গর্ত সৃষ্ঠি হয়েছে। সামান্য বৃষ্ঠিতে গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেটে চলাচল করতে কষ্টকর হচ্ছে। গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, আমি ও এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি এই রাস্তা এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। আমি এমপি সাহেবকে রাস্তাটি সংস্কারের ব্যাপারে অনেকবার বলেছি কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছেনা। সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, রাস্তাটির সংস্কার কাজ খুব তাড়াতাড়ি হবে।