হবিগঞ্জে ধর্ষকের বিচার দাবিতে হাজারও শিক্ষার্থীর মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০১৭, ২:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামে ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে সহস্রাধিক শিক্ষার্থী।
বুধবার (১৫ মার্চ) সকালে পৈল ইউনিয়ন অফিস সংলগ্ন রাস্তার দুই পাশে ‘We are sorry’, ‘ধর্ষক মিজানের দ্রুত বিচার চাই’ ইত্যাদি লেখা ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়ায় পৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দি সেভেন স্টার স্কুলের শিক্ষার্থীরা।
পৈল গ্রামের তরুণরা এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি করা হয়। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা এবং রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তা দিতে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা।
পৈল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ মানববন্ধনে একাত্বতা জানিয়ে বলেন, ধর্ষক যে-ই হোক তাকে যেনো সর্ব্বোচ শাস্তি প্রদান করা হয়। এ ঘৃন্য কাজের বিচার যেনো দ্রুত সম্পন্ন হয়, এই দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার নানা বাড়িতে বেড়াতে এসে ধর্ষনের শিকার হয় হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের ৫ম শ্রেণির এক ছাত্রী। ধর্ষক মিজানকে গতরাতেই গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।