টানা দ্বিতীয়বারের মতো পেছালো সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৭, ৯:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
টানা দ্বিতীয়বারের মতো সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ পিছিয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক বার্তায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সম্মেলন পেছানোর বিষয়টি জানিয়েছেন।
সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল।
এর আগে, ১৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। তবে ঐ তারিখে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। পরে দ্বিতীয় দফায় ১৮ মার্চ সম্মেলনের তারিখ ধার্য করা হয়েছিল।