ব্লু-বার্ড স্কুলের সামনে থেকে ইভটিজিংয়ের দায়ে ৮ তরুণ আটক, অত:পর মুছলেকা দিয়ে মুক্তি
প্রকাশিত হয়েছে : ১০ মার্চ ২০১৭, ১০:৪৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে আট তরুণকে আটক করা হয়। পরে খবর পেয়ে অভিভাবকদের মুছলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নগরীর মিরের ময়দান এলাকায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন- দক্ষিণ সুরমার কাইস্তরাইল এলাকার খায়রুল ইসলামের ছেলে ওবায়দুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও পুরানগাঁওয়ের আমিনুল ইসলামের ছেলে মাজহারুল ইসলাম, মৌলভীবাজারের বড়লেখা তালিমপুরের মাসুক আহমদের ছেলে বর্তমানে নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা আমির আহমদ, নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার নরেশ দে’র ছেলে বিশ্ব দে, ওই বিদ্যালয় সংলগ্ন মুন্সীপাড়া এলাকার আব্দুল আহাদের ছেলে আব্দুর রহিম নয়ন, একই এলাকার জমির হোসেনের ছেলে মো. সাইদুল, হাবিবুল ইসলামের ছেলে আবু শাহরিয়ার হানিফ ও নগরীর মনিপুরী রাজবাড়ি এলাকার কবীর আহমদ চৌধুরীর ছেলে সিরাজুন্নবী চৌধুরী।
অভিযানে নেতৃত্ব দেওয়া মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমসেদ আলম বলেন, নগরীর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ ছুটির পর দল বেধে ছাত্রীদের উত্যক্ত করছিল তরুণরা। আটকের পর অভিভাবকদের খবর দিয়ে মুছলেকার মাধ্যমে তরুণদের ছেড়ে দেওয়া হয়।
এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে এভাবে অভিযান চলবে বলেন তিনি।