পিছিয়েছে রাগীব আলীর আপিলের শুনানির তারিখ
প্রকাশিত হয়েছে : ০৮ মার্চ ২০১৭, ১০:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
রাগীব আলীর স্বাক্ষর জাতিয়াতির মামলায় দন্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানির তারিখ পিছিয়েছে। বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও আগামী ১৩ মার্চ শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা।
১৪ বছরের কারাদন্ডের রায়ের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি এই আদালতে আপীল ও জামিন আবেদন করেন রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাই।
ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় গত ২ ফেব্রুয়ারি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো দন্ডবিধির চারটি ধারায় রাগীব আলী ও তার ছেলের মোট ১৪ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন।
এদিকে, পলাতক থাকা অবস্থায় প্রতারণার মাধ্যমে পত্রিকা প্রকাশ মামলায় রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে রায় প্রদান করা হবে বৃহস্পতিবার।