বালাগঞ্জে গজল সন্ধা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৬, ১১:০২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জের বোয়ালজুড় বাজারস্থ রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত ইসলামী গজল সন্ধার আয়োজন করা হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাংলাদেশ আন্জুমানে তালামিযে ইসলামিয়া বোয়ালজুড় বাজার আঞ্চলিক শাখা ও ঈদে মিলাদুন্নবী ( সা:) গজল সন্ধা বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে এক বির্ণাঢ্য র্যালী পরবর্তী গজল সন্ধায় কবি মুজাহিদুল ইসলাম বুলবুল সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকার শিল্পী গোষ্টীরা অংশ গ্রহন করেন। অনুষ্টানটি যৌথ ভাবে পরিচালনা করেন, সাংবাদিক আব্দুস শহিদ ও মাও: জুয়েল আহমদ লাতিফী।