বালাগঞ্জে বড়ভাগা নদীতে ব্রিজ নির্মানের স্থান পরিদর্শন
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৬, ৯:০৩ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা সদরের সাথে উপজেলার উত্তরাঞ্চলের কয়েকটি ইউনিয়নের সরাসরি সংযোগ ও কম সময়ে সিলেট শহরের সাথে যোগোযোগ ব্যবস্থা চালু করার লক্ষ্যে বড় ভাগা নদীতে ব্রিজ নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। সিলেট-সুলতারপুর-বালাগঞ্জ সড়ক ও বালাগঞ্জ বাজারস্থ ডাক বাংলো রোডে বড়ভাগা নদীর উপরে এই ব্রীজ নির্মান করা হবে। শনিবার বিকেলে ব্রিজ নির্মানের স্থানটি পরিদর্শন করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, বোয়ালজুড় ইউপির চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আনহার মিয়া, বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান আব্দুল মুনিম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রসাশনিক কর্মকর্তারা। স্থানীয় রুপিয়া গ্রামের বাসিন্ধা বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী আবুল কাশেম অফিক বলেন, বড়ভাগা নদীতে ব্রীজ নির্মানের জন্য দির্ঘ দিন ধরে আমরা দাবী জানিয়ে আসছি। স্থান নির্ধারনের পর কয়েক দফা পরিদর্শনও করা হয়েছে। অফিসিয়াল কাজ অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু কিছু জটিলতা দেখা দেয়ায় কাজ শুরু হতে বিলম্ব হচ্ছে।