তাজপুর ডিগ্রী কলেজ জাতীয়করন ঘোষনা না আসা পর্যন্ত আন্দোলন চলবে
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৬, ৬:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেটের ওসমানীনগর উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ তাজপুর ডিগ্রী কলেজ জাতীয় করনের দাবিতে গতকাল বুধবার দুপুরে সিলেট – ঢাকা মহাসড়কে উপজেলার তাজপুর ডিগ্রী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কলেজের শিক্ষার্থীসহ সংস্লিষ্টরা। মানববন্ধন শেষে কলেজ ক্যাম্পাসে এক সভা অনুষ্টিত হয়। সৈয়দ আব্দুল মুতাকাব্বিরের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারী আবুল খায়েরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়, কলেজ গভর্নিং বডির সদস্য আব্দাল মিয়া, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক খায়রুল আবেদীন চৌধুরী, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আশুতোষ রঞ্জন দাশ, সভায় বক্তারা উপজেলার প্রাচীনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রী কলেজকে অবিলম্বে জাতীয়করনের দাবি জানান। বক্তারা বলেন, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখছে তাজপুর ডিগ্রী কলেজ অথচ ওসমানীনগরবাসরি প্রানের দাবিকে পাশ কাটিয়ে একটি মহিলা কলেজকে জাতীয়করন করা হয় । সভায় বক্তারা আরো বলেন, তাজপুর ডিগ্রী কলেজ চালিয়ে যাবেন।