বালাগঞ্জে আশার উদ্যোগে সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৬, ৭:২৪ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে আশার উদ্যোগে সদস্যদের সাথে মত বিনিময়, উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদান উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার আশার ময়না বাজার শাখা অফিসে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন, আশার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মো: জাকির হোসেন। শাখা ব্যবস্থাপক মো: হানিফের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তৃতা করেন, আশা কেন্দ্রীয় কমিটির ইপিপি আব্দুল হালিম খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, অগ্রণী ব্যাংক বোয়ালজুড় বাজার শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, বোয়ালজুড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আছাব মিয়া, সাংবাদিক মো: আব্দুস শহিদ। উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্ধা সিরাজুল ইসলাম, আশা ময়না বাজার শাখার কর্মকর্তা কাজী মোশাহীদ, ফারুক মিয়া, ছাদেক মিয়া প্রমুখ।