তাহিরপুরে রাজকীয় বিয়ে : কনে এলেন হেলিকপ্টারে চড়ে
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ৯:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
হাতি, ঘোড়া, গাড়ী, পালকি, নাউ নয় (নৌকা) কিংবা পাউ নয় (পা) নয়, হাওর বেষ্টিত ভাটির জনপদ খ্যাত তাহিরপুর উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাটে কনে এলেন হেলিকপ্টারে চড়ে।
শনিবার বিকেলে তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেমের বড় ছেলে মোজাম্মেল হোসেন কনে নিয়ে টাংগাইল থেকে বাড়ী আসছেন হেলিকপ্টারে করে, এমন খবরে দুপুর থেকেই পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম থেকে শত শত নারী, পুরুষ, বৃদ্ধ, বনিতা ভীড় জমান স্থানীয় বাদাঘাট ফুটবল খেলার মাঠে তৈরি হেলিপ্যাডের চতুর্দিকে। বিকেল পৌনে ৪টার সময় মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি বর কনে নিয়ে মাঠে অবতরণ করলে উৎসুক জনতাকে সামলাতে স্থানীয় পুলিশ, আনসার সদস্যদের হিমশিম খেতে হয়।
জানা যায়, কনে টাংগাইল জেলার আদি টাংগাইল গ্রামের মাহবুব রহমান খান পালনের মেয়ে ফারজানা মাহবুব মলি। শনিবার দুপুরে কনের পিত্রালয়ে মোজাম্মেল মলির বিয়ে সু-সম্পন্ন হয়। আগামী ১৯ শে ডিসেম্বর সোমবার বরের পিত্রালয় তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের বারহাল গ্রামে নিজ বাড়ীতে বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্ঠিত হবে। বৌ-ভাতে স্থানীয় সাংসদসহ জেলার বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ ১০ হাজার লোককে আমন্ত্রন জানানো হয়েছে বলে জানিয়েছেন বরের পিতা তাহিরপুর উপজেলার ৪নং বড়দল ইউপি চেয়ারম্যান আবুল কাসেম।