ওসমানী বিমান বন্দরে কোটি টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার আটক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ৩:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ১ কেজি ৮ শত ৭২ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য পঁচাশি লক্ষ টাকা বলে জানা গেছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৫২ ফ্লাইট থেকে এ বারগুলো উদ্ধার করা হয়।
বিমান বন্দরের সহকারী কমিশনার (কাস্টমস বিভাগ) সাজ্জাদুর রহমান বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালাই এবং বিজনেস ক্লাসের ৪২ নং সিটের উপরের কেবিন খুলে একটি প্যাকেটে পাওয়া যায় ১৬টি স্বর্ণের বার।”
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।