বালাগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০১৬, ৮:০৬ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রসাশনের উদ্যোগে শুক্রবার বিকেলে মুক্তিযোদ্বা ও শহিদ পরিবারের সদস্যদের দেয়া সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া। ইউএনও এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের পরিচালনায় উপজেলা হল রোমে আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, এসিল্যান্ড শাখাওয়াত হোসেন রুবেল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, ওসি তরিকুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, ডেপুটি কমান্ডার মালিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষক সুশান্ত দাস প্রমুখ।