জাতীয়করণ হলো ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজ
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৬, ১:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়করণের তালিকায় ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজ। এছাড়া আরও ৮টি কলেজ জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সদয় সম্মতিপ্রাপ্ত কলেজগুলোর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জাতীয়করণ হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শুরু হয় উল্লাস। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয়করণের তালিকায় নিজ প্রতিষ্টানের জায়গা হওয়ায় আনন্দে মাতোয়ারা। নারী শিক্ষা প্রসারে গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজকে জাতীয়করণের বিশেষ আওতায় নেওয়া হয়েছে বলে জানা যায়। এলাকায় নারী শিক্ষার প্রসার ঘটাতে ১৯৯৫সালে প্রতিষ্ঠিত হয় কলেজটি। ২০১৪সালে জাতীয়করণের জন্য আবেদন করে এ বিদ্যাপিঠ। শিক্ষা প্রতিষ্টানে বর্তমানে ছাত্রীর সংখ্যা ২২০০জন। শিক্ষক ও শিক্ষিকার সংখ্যা ২০জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর সংখ্যা ৮জন।
জাতীয়করণের তালিকা প্রসঙ্গে গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ সুরমানিউজ টুয়েন্টিফোর.কমকে বলেন, কলেজটি নারী শিক্ষার উন্নয়নে বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথের একমাত্র আদর্শ বিদ্যাপীঠ হিসেবে সু-প্রতিষ্ঠিত। সবার যৌথ প্রচেষ্টায় কলেজটি আরো এগিয়ে যাবে বলে আমি আশা করি। তিনি কলেজ জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গতকাল এ ছাড়া আরও ৮টি কলেজ জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হয়। কলেজগুলো হলো, চট্টগ্রামের রাউজান কলেজ, কুমিল্লার মেনহাজ হোসেন মীম আদর্শ কলেজ, চাঁদপুরের করফুলেন্নেছা মহিলা কলেজ, নওগার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, ফরিদপুরের মোহা. ইয়াছিন ডিগ্রি কলেজ, দিনাজপুরের পাকেরহাট ডিগ্রি কলেজ, সাতক্ষীরার আশাশুনি কলেজ, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা কলেজ।
এই নয়টি কলেজে সকল প্রকার নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।