বালাগঞ্জে সাংবাদিক শামীম আহমদ’র ফুফার ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৬, ৫:০২ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক যুগান্তরের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শামীম আহমদের ফুফা বালাগঞ্জ সদর ইউনিয়নের পীরপুর গ্রামের বাসিন্ধা প্রবীন মুরব্বী আব্দুল নূর (৮০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার বেলা আড়াইটার সময় পীরপুরের গ্রামের বাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনির চার ছেলের মধ্যে ছোট ছেলে ইংল্যান্ড ও মেজ ছেলে কুয়েত প্রবাসী। মঙ্গলবার রাত ৮টায় পীরপুর ঈদগাহ্ মাঠে নামাজে জানাজা শেষে দক্ষিন রিফাতপুর জামে মসজিদের সম্মুখে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশের দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য জীবদ্দশায় মরহুম আব্দুল নূর এলাকার কয়েকটি মসজিদে স্ব-প্রণাদিত হয়ে ধারাবাহিক ভাবে কয়েক যুগ মোয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন।