বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৬, ১:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিদ্যুস্পৃষ্ট হয়ে এক হল কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম কামাল হোসেন (৩৮)।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তার মৃতদেহটি উদ্ধার করে।
নিহত কামাল সিকৃবির আব্দুস সামাদ আজাদ হলের বাবুর্চির কাজ করতেন। দুই সন্তানের জনক কামালের গ্রামের বাড়ি বরিশালে।
বিশ্ববিদ্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, সকালে ডিসের লাইন মেরামত করতে গিয়ে হাতে থাকা বাঁশটি বিদ্যুতের লাইনে পড়ে গেলে তিনি বিদ্যুস্পৃষ্ট হয়ে মারা যান।