সিলেটে প্রশাসনের আশ্বাসে সিএনজি অটোরিক্সা ধর্মঘট স্থগিত
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৬, ১১:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরবাইকে যাত্রী পরিবহন বন্ধে ৫ দিন ধরে চলা সিএনজি অটোরিক্সা ধর্মঘট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসক ও সিলেটের পুলিশ সুপারের সাথে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ নেতৃবৃন্দের বৈঠকের পর অনির্দিষ্টকালের জন্য ডাকা এ পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ সাংবাদিকদের বলেন, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
বৈঠকে সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, পরিবহণ শ্রমিক নেতা মিছবাহ উদ্দিন, সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (২০৯৭)-এর সভাপতি মতসির আলী, সিএনজি অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত আম্বরখানা-সালুটিকর শাখা সভাপতি সৈয়দ জুবের আলী, সহ সম্পাদক মোস্তাক খান, সাহেব বাজার উপ-কমিটির সভাপতি এম নূরুল ইসলাম,পরিবহণ শ্রমিক নেতা নিয়াজ উল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দীর্ঘদিন ধরে মোটরবাইকে করে যাত্রী পরিবহন করায় সিএনজি অটোরিক্সা শ্রমিকরা প্রতিবাদ করায় মোটরবাইক চালকরা ক্ষিপ্ত হয়ে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের উপর হামলা চালায়। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাক দেয় সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭)।