জেলা পরিষদ নির্বাচন : সিলেটে প্রার্থীতা প্রত্যাহার করলেন ৫ প্রার্থী
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০১৬, ৯:৩০ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৫ জন সদস্য প্রার্থী। রবিবার (১১ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রত্যাহার পত্র জমা দেন প্রার্থীরা। ফলে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করবেন চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, সদস্য পদে ১০৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ২৮ জন নারী প্রার্থী।
প্রার্থীতা প্রত্যাহারকারী ৫ জন হলেন- ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. নুরুল ইসলাম চৌধুরী, ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. আনোয়ার খান, ৮ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল হাই মোশাহিদ, ১৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী বোরহান উদ্দিন আহমেদ ও রহমত আলী হেলালী।
জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, আজ (রবিবার) ৫ জন সদস্য প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বৈধ প্রার্থীদের মধ্যে আগামীকাল প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে জেলার ১৫টি ওয়ার্ডের ১হাজার ৪৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।