সিলেটে বরযাত্রীবাহী গাড়ি থেকে নববধূ অপহরণ, অতঃপর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৬, ১০:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের টুকেরবাজার এলাকায় বরযাত্রীবাহী গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে কনেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তেমুখি পয়েন্টের শাফাতুল্লাহ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের কোম্পানীগঞ্জের জীবনপুর গ্রামের পকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথকে (২২) শুক্রবার বিয়ে করেন দিরাইর সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথ (২৭)। বিয়ের পর কনেকে নিয়ে আজ সন্ধ্যায় দিরাইর উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখি পয়েন্টে সাত-আটটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আসা অস্ত্রধারী দুর্বৃত্তরা তাদের গাড়ীর গতিরোধ করে। পরে বরকে অস্ত্রের মুখে জিম্মি করে কনেকে উঠিয়ে নিয়ে প্রাইভেট কারে করে শহরের দিকে চলে যায়।
খবর পেয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পালানোর পর তাদেরকে কোতোয়ালী থানা পুলিশ আটক করেছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, আমরা নববধূ এবং অপহরণকারীকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে।