বিজয় দিবস উপলক্ষে বালাগঞ্জে বৈশাখীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে। ৯ ডিসেম্বর বালাগঞ্জ পশ্চিমবাজার মদন মোহন মার্কেটে সংস্থার সভাপতি ম আ মুহিতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রদীপ দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ ইউএনও এটিএম আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম তালুকদার, সংস্থার উপদেষ্টা উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া ও সংস্থার সদস্য ও বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন। অনুষ্টানে অন্যন্যদের মধ্য উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। পরে সাংস্কৃতিক অনুষ্টান সংগীত পরিবেশন হয়।