বালাগঞ্জে ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০১৬, ৬:৪৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
বালাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৬ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষন বাংলাদেশ শীর্ষক ৫ জন নারীকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। আজ ৯ ডিসেম্বর (শুক্রবার) উপজেলা পরিষদ হলরুমে মহিলা কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ ইউএনও (ভারপ্রাপ্ত) এসিল্যান্ড মোঃ সাখাওয়াত হোসেন রুবেল। বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোঃ সাদেক মিয়া। সফল জননী ছৈয়দুল নেছা, সমাজ উন্নয়নে সুপ্তী রানী দাস, অর্থনৈতিক লাভলী বেগম, শিক্ষা ও সমাজ উন্নয়নে আমেনা বেগম ও নির্যাতিত বিভীষিকা জুলেখা বেগম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ফাহমিদা বেগম। মোট ১৭ টি আবেদন জমা পড়ে তা থেকে যাছাই বাছাই করে ৫ টি ক্যাটাগরিতে ৫ জনকে নির্বাচিত করা হয় বলে গৌরাঙ্গ চন্দ্র মন্ডল জানান।