ঐশ্বরিয়ার আত্মহত্যার চেষ্টায় বিরক্ত অমিতাভ
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৬, ৫:৫৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই। এই খবরে তোলপাড় হয়ে গেছে পুরো বি-টাউনে। চমকে গেছেন অনেক তারকারাও। শাহরুখ খান বিষয়টি নিয়ে টুইটও করেছেন মন খারাপের ইমো দিয়ে। কেন আত্মহত্যা করতে চাইলেন অ্যাশ সে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। তবে বারবার উঠে আসছে রণবীর কাপুরের সঙ্গে ‘দিল হ্যায় মুশকিল’ ছবিতে ঐশ্বরিয়ার অন্তরঙ্গ হওয়া নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে দ্বন্দ্বের কথা। এই বিষয়ে ঝগড়া থেকেই অভিমানে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অমিতাভ বচ্চন।
গেল সোমবার মুম্বাইতে একটি অনুষ্ঠানে অমিতাভের কাছে সরাসরি এই খবরের সত্যতা জানতে চাওয়া হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, সত্যিই কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন অ্যাশ? প্রশ্ন শুনেই বিরক্ত হন অমিতাভ। তার চেহারায় ফুটে উঠে রাগ। তবে নিজেকে নিয়ন্ত্রণ করে প্রশ্নকর্তা সাংবাদিকের দিকে এক ঝলক তাকিয়ে স্মিত হাসেন অমিতাভ। তারপর কোনো উত্তর না দিয়েই অন্য প্রসঙ্গে চলে যান। গত ২ ডিসেম্বর ‘আউটলুক পাকিস্তান’ নামের একটি ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হয় আত্মহত্যা করতে চেয়েছিলেন ঐশ্বরিয়া। তবে তারা নির্দিষ্ট কোনো সূত্রের নাম উল্লেখ করতে পারেনি। সেখানে লেখা হয়, পারিবারিক সমস্যা থেকে মুক্তি পেতে বেশ কড়া ডোজের ঘুমের ওষুধ খান অভিষেক বচ্চনের স্ত্রী। তাকে অচৈতন্য অবস্থায় দেখে পরিবারের লোকজন তড়িঘড়ি চিকিত্সক ডেকে আনেন। শেষে পাকস্থলী পরিষ্কার করে তাকে বাঁচিয়ে তোলেন চিকিত্সকেরা। কিন্তু, এই খবরের সত্যতা অন্য কোথাও স্বীকার করা হয়নি। বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এ খবর সম্পূর্ণ মিথ্যা। এমন কোনো ঘটনাই ঘটেনি। এমনকী গত রবিবার রাতে ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রের জন্মদিনের পার্টিতে অভিষেক বচ্চনের সঙ্গে ছিলেন ঐশ্বেরিয়া।