বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডে ছবি নির্মাণ করছেন করণ জোহর
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৬, ৪:১১ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়ের কাহিনি নিয়ে বলিউডে ছবি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছেন বি টাউনের বিগশর্ট করণ জোহর। তৎকালীন সময়ে নৌযুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত ‘দ্য গাজী অ্যাটাক’ ছবিটি নির্মিত হচ্ছে ধর্ম প্রোডাকশনের ব্যানারে। এরমধ্যে জানা গেল ছবিটি মুক্তির তারিখও। জানানো হয়েছে, আগামী বছরে ফেব্রুয়ারির ১৭ তারিখে মুক্তি দেয়া হবে ছবিটি। জানা যায়, এ ছবির দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রানা দাগ্গুবতি ও তাপসী পান্নু। রানা অভিনয় করবেন নৌ-বাহিনীর একজন ক্যাপ্টেনের চরিত্রে এবং তাপসী অভিনয় করবেন একজন শরণার্থীর চরিত্রে। তেলেগু ও হিন্দি ভাষায় ছবিটি নির্মিত হবে ‘দ্য গাজী অ্যাটাক’। এছাড়া তামিল ভাষায় ছবিটি ডাবিং করা হবে। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি নৌ-বাহিনীর সাবমেরিন ‘পিএনএস গাজী’ রহস্য জনকভাবে ডুবে গিয়েছিল। ভারতীয় নৌ-বাহিনীর জাহাজ ‘আইএনএস রাজপুত’-এর কয়েকজন নেভি অফিসার পাকিস্তানি সাবমেরিনটি ডুবিয়ে দিয়েছিলেন। এ জন্য টানা ১৮ দিন সমুদ্রের তলদেশে থাকতে হয়েছিল তাদের। আর সেই ঘটনা নিয়েই নির্মিত হবে ‘দ্য গাজী অ্যাটাক’ ছবিটি। উল্লেখ্য, ছবিটি পরিচালনা করছেন নবীন পরিচালক সংকল্প। নিজের লেখা উপন্যাস ‘দ্য ব্লু ফিশ’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করবেন তিনি।