নগরীর ইন্ডিয়া ও কলিকাতা হারবালকে জরিমানা, কবিরাজকে কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৬, ৯:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর কদমতলীতে ইন্ডিয়া হারবাল ও কলিকাতা হারবালে অভিযান চালিয়ে কারাদণ্ডসহ ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে এ অভিযান চালানো হয়।
এদিকে, সোমবার বিকেলে আবার অভিযানে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যা পর্যন্ত চলে এ অভিযান।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে হারবাল চিকিৎসার আড়ালে নগরীর কদমতলীতে মানহীন এবং অবৈজ্ঞানিক চিকিৎসা দিয়ে আসছিল ইন্ডিয়া হারবাল এবং কলিকাতা হারবাল নামে অনুমোদনহীন ২ টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান ২ টি কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে সহজ সরল লোকজনের দুর্বলতার সুযোগ নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। বহু দিন ধরে চলে আসা এই অবৈধ ব্যবসার সন্ধান পান র্যাব-৯।
শনিবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নির্বাহী হাকিম মো. সারওয়ার আলমের সমন্বয়ে এই দুই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইন্ডিয়া হারবালে সকল ধরণের অসুখের চিকিৎসা দেওয়া হয়। কিন্তু যিনি এসব ঔষধ দেন দেন কবিরাজ অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন। দীর্ঘদিন ধরেই তিনি এই এলাকায় ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
র্যাব এই প্রতিষ্ঠান থেকে প্রচুর মানহীন ও অনুমোদনবিহীন কোম্পানির ঔষধ জব্দ করে এবং অষ্টম শ্রেণী পাস কবিরাজ বিশ্বজিত চক্রবর্তীকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই এলাকার কলিকাতা হারবালে অভিযান চালিয়েও একই চিত্র দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান সংশ্লিষ্টরা জানান, এই প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন জালিয়াতি করে কলিকাতা হারবাল নাম দিয়ে একই ভাবে মানহীন এবং নাম সর্বস্ব কোম্পানির ঔষধ বিক্রয় করে মোট অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ প্রতিষ্ঠানের হায়দার আলী এবং আবুল কাশেম নামের দুইজন কবিরাজকে এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে। গ্রেফতারকৃতকে জেলহাজতে প্রেরণ ও জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়েছে।