জাতীয় সংসদে ঢাকা-সিলেট চারলেন সড়ক নিয়ে কথা বললেন সাংসদ এহিয়া
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৬, ৮:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে ঢাকা- সিলেট ৪ লেনের ব্যাপারে যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করেছেন।
রোববার বিকেলের অধিবেশনে প্রশ্নোত্তর তিনি বলেন, ঢাকা- সিলেট সড়ক ৪ লেন হওয়ার খবরে সিলেটবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু কিছু সংবাদপত্রে কাজ বন্ধ হওয়ার খবরে আমরা হতাশ হয়েছি। কবে নাগাদ কাজ শুরু হবে বলে জানতে চান এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংবাদপত্রে কি লিখলো না লিখলো এটা দেখার বিষয় নয়। আগামী জুন মাসে কাজ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।