আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐশ্বরিয়া!
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০১৬, ২:০২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বলিউড নায়িকা ও বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে এক গুজবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
পাকিস্তানের ‘আউটলুক’ নামের একটি ব্লগের মাধ্যমেই বচ্চন বধূর আত্মহত্যা চেষ্টার খবরটি ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়, পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে গিয়েছিলেন ঐশ্বরিয়া।
এরপর ভারতীয় গণমাধ্যমে আত্মহত্যার খবর প্রকাশ হয়। খবরে বলা হয়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তির আগ থেকেই শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে মনোমলিন্য চলছিল ঐশ্বরিয়ার। শাশুড়ি জয়া বচ্চন তো প্রকাশ্যেই তার সমালোচনা করেছিলেন। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় ভালোভাবে নিতে পারেননি তারা।
স্বামী অভিষেক বচ্চন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখতে যাননি বলেও খবর ছড়িয়ে পড়েছিল মিডিয়ায়। আর এসব কারণেই কি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নিতে গিয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী?