সিলেটে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৬, ৩:১১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সিলেটে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে জুমআ’র নামাজের পর হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা।