বালাগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনার লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০১৬, ৭:৩৮ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে এক প্রস্তুতি মুলকসভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। আজ (২৮ নভেম্বর) সোমবার উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদন্নতি যুগ্ম সচিব সিলেটের জেলা প্রশাসক, মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবদাল মিয়া। সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এটিএম আজহারুল ইসলাম। আলোচনা সভায় অংশ নেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, সহকারি কমিশনার ( ভুমি) সাখাওয়াত হোসেন রুবেল, বালাগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, দেওয়ানবাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, পশ্চিমগৌরিপুরের ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্বগৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান, বিআরডিবি কর্মকর্তা আশরাফুর রহমান আকন্দ, ওসি তদন্ত মো জালাল উদ্দিন আহমদ, সমাজেসবী আব্দুল হাফিজ রেনু সাংবাদিক জিল্লুর রহমান জিলু, উপজেলা চেয়ারম্যানের সিএ সিরাজুল ইসলাম ছাড়া ও উপজেলার সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি পদন্নতিতে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ পরিষদের সকল কর্মকর্তারা। প্রধান অতিথি তার বক্তব্যে রাখতে গিয়ে বলেন বালাগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।