সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দোয়া ও আলোচনা সভা: বক্তা আছেন নেই শ্রোতা
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৬, ১১:২৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
শনিবার বিকেল। স্থান সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। ব্যানারে লেখা, মজলুম জননেতা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা। আয়োজক হিসেবে নাম রয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিলেট জেলা শাখার।
সব কিছুই ঠিকঠিক। যথাসময়ে শুরু অনুষ্ঠানও। অতিথিরাও একে একে বসেছেন তাদের চেয়ারে। বক্তব্য দিতে শুরু করলেন তারা। কিন্তু একটি ক্ষেত্রে অপূর্ণতা যেন রয়ে গেছে। কি সেটি? তাদের বক্তব্য শোনার জন্য কোন শ্রোতা যে নেই সামনে! তাহলে সিলেটে কি ন্যাপের সমর্থকদের এতই অভাব।
শহীদ মিনারের চত্ত্বরের মঞ্চের নয়টি চেয়ার রাখা থাকলেও অতিথি ছিলেন সাতজন। আর মঞ্চের সামনে রাখা দশটি চেয়ার অনুষ্ঠানের শেষ পর্যন্তই ছিলো ফাঁকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম এ ভাসানী।
তবে মঞ্চের সামনে শ্রোতা না থাকলেও শহীদ মিনারের ফটকের বাহিরের ফুটপাতে শ্রোতা হিসেবে পথচারিদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এদের মধ্যে একজন আক্ষেপের স্বরে বলেন- মাওলানা ভাসানীর মতো জনপ্রিয় একজন জননেতার স্মরণে আলোচনা সভা হচ্ছে। অথচ জনসাধারণের উপস্থিতি না থাকা হতাশাজনক।