আমি ভালো আছি, সুস্থ আছি: দেশবাসীকে ধন্যবাদ -খাদিজা
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৬, ২:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিস বলেছেন, “আমি ভালো আছি, সুস্থ আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি পুরোপুরি সুস্থ হতে পারি।”
শনিবার (২৬ নভেম্বর) দুপুর সোয়া বারোটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে গণমাধ্যমকর্মীদের সামনে এ কথা বলেন খাদিজা।
তিনি আরও বলেন, “আমি স্কয়ার হাসপাতালকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই গণমাধ্যমকর্মী ভাই-বোনদের। আমি দেশবাসীকেও ধন্যবাদ জানাই।”
এর আগে স্কয়ার হাসপাতালে খাদিজার প্রধান চিকিৎসক নিওরো সার্জারির অ্যাসোসিয়েট কন্সালট্যান্ট ডা. এ এম রেজাউস সাত্তার খাদিজাকে নিয়ে গণমাধ্যমের সামনে উপস্থিত হন।
হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস বিভাগের পরিচালক ডা. মির্জা নাজিমউদ্দিন বলেন, খাদিজা এখন অনেকটাই সুস্থ। সে এখন নিজে খেতে পারে, যেকোনো লেখা পড়তে পারে। জোরে জোরে হাসতেও পারে। তাকে শিগগির হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে। তাকে এখন ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপি দেওয়া দরকার।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় উন্নয়ন হয়েছে। তবে মানুষ এখনও অন্ধকারে আছে। তাই মিডিয়া কর্মীদের প্রতি দৃষ্টি আর্কষণ করছি, আপনারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের কথা তুলে ধরবেন।”
উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন খাদিজা। প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখান থেকে ৪ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে এনে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। স্কয়ার হাসপাতালে প্রথম দফায় নার্গিসের মাথায় ও পরে হাতে অস্ত্রোপচার করা হয়। তার অবস্থার একটু উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এরপর আইসিইউ থেকে এইসডিইউ-তে স্থানান্তর করা হয়। সেখান থেকে ২৬ অক্টোবর তাকে কেবিনে নেওয়া হয়। এরপর আবারো মাথায় ও হাতে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে অনেকটা ভালো অবস্থায় রয়েছেন খাদিজা।