নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৬, ২:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
নগরীর বন্দরবাজার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক নাগরিককে আটক করেছে র্যাব। শুক্রবার বিকেলে লালদিঘীর পাড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত রেশ কাসান্ত (৪২) ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী মুক্তারপুর গ্রামের মৃত বেল কাসান্তের ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি মো. হায়াতুন-নবীর নেতৃত্বে এই অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- আটককৃত রেশ কাসান্ত অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে স্বীকার করে। তাকে মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।