ভালবাসার বাংলাদেশে অতিথি হয়ে আসছেন খাদিজা
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৬, ১১:০১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
খাদিজা বেগম নার্গিস। সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতকের শিক্ষার্থী তিনি। ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে তিনি গুরুতর আহত হয়ে ছিলেন মৃত্যুসয্যায়।
তবে প্রান্তবন্ত এই তরুণীর শারীরিক অবস্থায় প্রায়শ উন্নতির দিকে। বর্তমানে সময় কাটছে স্কয়ার হাসপাতালের বিছানায়। কথা বলছেন বাবা-মা, পরিবার-পরিজনের সাথে।
এবার তিনি আসছেন বেসরকারি এফএম রেডিও ‘ঢাকা এফএম ৯০.৪’ এর ভালোবাসার বাংলাদেশ নামের অনুষ্ঠানের অতিথি হয়ে। বৃহস্পতিবার রাত ১১ টায় তিনি শ্রোতাদের শুনাবেন তার না বলা কথাগুলো।
বর্বরতার শিকার বহুল আলোচিত খাদিজার জীবনের কথা প্রথমবারের মতো তার মুখ থেকে শুনতে টিউন করুন ঢাকা এফএম। রেডিওটির ফেসবুক পেজ এমন তথ্য দেয়া হয়েছে।
উল্লেখ্য, ঘাতক বদরুলের হামলায় আহত হওয়ার পর থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খাদিজা।