ক্ষুদে দম্পতির নাম উঠল গিনেস বুকে
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৬, ৯:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সেই আট বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় দু’জনের। সেই থেকে শুরু হয় চুটিয়ে প্রেম। এরপর বিয়ে। আর এই বিয়ের মাধ্যমেই বিশ্বের ক্ষুদে দম্পতি হিসেবে গিনেস বুকে নাম লেখালেন তারা।
তারা হলেন ব্রাজিলের পাওলো গেব্রিয়েল ডা সিলভা ও কেটয়ুসিয়া লাই হোসিনো বেরোস। ১৭ নভেম্বর সেরে ফেললেন তাদের বিয়ে৷ এর পরই বিশ্বের ক্ষুদ্রতম দম্পতি হিসেবে গিনিস বুকে নাম লেখালেন তারা।
নাম উঠার কারণ তাদের উচ্চতা৷ দু’জনের উচ্চতার যোগফল ৭১.৪২ ইঞ্চি৷ এর আগে যারা এই জায়গা অধিকার করেছিলেন, সবাইকে হারিয়ে এবার তাদের থেকে আরও ছোট এই দম্পতি সেই জায়গা দখল করে নিলেন৷
পাওলো বহুদিন ধরেই, এই উচ্চতার জন্য, নিজের নাম গিনেস বুকে তুলতে চাইছিলেন৷ তার সেই ইচ্ছা এবার বাস্তবায়িত হলো৷ শুধু তাই নয়, তাদের ছবি ভাইরালও হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায়৷