ডেভিড বেকহামের তোলা ছবিতে বাংলাদেশের পতাকা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৬, ১০:৪১ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বিশ্ব বিখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম তার ফেসবুক পেজে ‘লাভিং লন্ডন’ শিরোনামে একটি ছবি পোস্ট করেন। মাত্র ৩০ মিনিটে ছবিটিতে ৩৬ হাজারেরও বেশি লাইক পড়ে, শেয়ার হয়েছে শত শত। ছবিটিতে ব্রিটিশ পতাকা প্রাধান্য পেলেও বেকহামের বাংলাদেশী ভক্তদের চোখ আটকে গেছে আরেকটি জায়গায়। কারণ এই ছবিতে একটি ভবনের সামনে ঝুলিয়ে রাখা চারটি দেশের পতাকা দেখা যাচ্ছে। এই চারটি পতাকার মধ্যে একটি পতাকা বাংলাদেশের। বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে কেন্দ্র করে এই ছবির নিচে মন্তব্যের ঝড় তুলছেন বেকহামের বাংলাদেশী ভক্তরা। ইরা ইসলাম নামে একজন লিখেছেন-
‘ওয়াও, চতুর্থ পতাকাটি সবচেয়ে সুন্দর পতাকা। এটি বাংলাদেশ।’
কামাল আহমেদ লিখেছেন, ‘লন্ডনে আমাদের জাতীয় পতাকা দেখে আমরা গর্বিত’। তারপর আজিম লিখেছেন, ‘সারা বিশ্বকে বাংলাদেশের পতাকা দেখানোর জন্য ধন্যবাদ। এটা আমার দেশ।’ তৌফিক আহমেদ জুয়েল লিখেছেন, ‘ওহ, আমার লাল-সবুজ। দেশের বাইরে লাল-সবুজের পতাকা দেখলেই মনটা কেমন যেন করে উঠে। ধন্যবাদ মিস্টার ডেভিড বেকহাম।’ রিফাতের মন্তব্যটা এ রকম, ‘ওয়াও!!! লিজেন্ডের ছবিতে বাংলাদেশের পতাকা। সত্যিই অবিশ্বাস্য। বাংলাদেশী হিসেবে আমি গর্বিত।’ আকিব জাভেদ তো বেকহামকে বাংলাদেশে আমন্ত্রণই করে বসেছেন। তিনি লিখেছেন, ‘ভাই ডেভিড বেকহাম, তুমি হয়তো জানো না যে-বাংলাদেশ একটি ফুটবল পাগল দেশ এবং তোমার অনেক ফ্যান আছে এখানে। এমনকি আমাদের এখানে ‘ডেভিড বেকহাম’ নামে একটি জনপ্রিয় হেয়ারকাট আছে। আমরা তোমাকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে চাই। বাংলাদেশে তোমাকে স্বাগত।’ বাংলাদেশের পতাকা নিয়ে এমন শত শত মন্তব্যে ভেসে যাচ্ছে ডেভিড বেকহামের ফেসবুক পেজ। আরাফাতুর রহমান লিখেছন-
‘মানুষ এটাকে গুরুত্ব নাও দিতে পারে। কিন্তু যখন বিদেশে অন্য দেশের পতাকার সাথে আমাদের দেশের পতাকা দেখি তখন আমরা গর্বিত হই। কারণ, অনেক মানুষ মনে করে আমাদের দেশ একটি নগন্য দেশ। তারা এটা ধারণা করে কারণ আমরা আমাদের মহত্ব প্রকাশ করি না। কিন্তু আমরা জানি, যারা আমাদের সহযোগিতা করে, যারা আমাদের উৎসাহ দেয়, যারা আমাদের সাহস দেয় তাদের কিভাবে ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ ডেভিড বেকহাম।’
এই প্রতিবেদন লিখতে লিখতে ডেভিড বেকহামের এই ছবিতে লাইকের সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেছে। আরো শত শত বাংলাদেশীর মন্তব্য উপচে পড়ছে। এসব দেখে শুধু ডেভিড বেকহাম নয় তার প্রায় সাড়ে ৫ কোটি অনুসারী জানতে পারবে একটা লাল-সবুজ পতাকার জন্য কতটা ভালোবাসা বাংলাদেশের মানুষের, নিজের দেশকে হৃদয়ে কতটা ধারণ করে বাংলাদেশের মানুষ।