সনাতন ধর্মালম্বীদের ঐক্যবদ্ব থাকতে হবে — বালাগঞ্জে এডভোকেট মৃত্যুঞ্জয় ধর
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৬, ৯:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সাম্প্রতিক ঘটনাগুলো পর্যালোচনা করে সকল সনাতন ধর্মালম্বীদের যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ব থাকতে হবে। প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বাধীনতা যুদ্ব থেকে আজ অবধি যারা আত্নাহুতি দিয়েছেন তাদের বিচার দাবি জানান সরকারের প্রতি। ১৮ নভেম্বর বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিজয়া পুর্নমিলনী ২০১৬ সদরস্থ গৌরীনাথপুর স্বর্গ্বীয় বনোয়ারী লাল ধরের বাড়ীতে পুজা পরিষদের সভাপতি সত্যন্দ্র কুমার দের সভাপতিত্বে ও সহ সভাপতি শান্তিব্রত চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পুজা পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পুজা পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সিলেট জেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্রাচার্য্য, মহানগর হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দে, জেলা পুজা পরিষদের সভাপতির সহ ধর্মীনি রত্না রানী দে, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারন সম্পাদক ডাঃ জিতেন চক্রবর্ত্তী, অবসরপ্রাপ্ত ডিআর আর মৃনাল কান্তি সেন, নিকেশ চন্দ্র রায়, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস,পুজা পরিষদের উপদেষ্টা প্রদুম্ম কুমার দত্ত ভানু, বীরেন্দ্র কুমার দাস ছবি, নির্মল কান্তি দে, ডাঃকাজল লস্কর, অনুলাল দে, বারিন্দ্র কুমার দাস, কানাডা প্রবাসী দেবাশীষ ধর। বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ব খ্রীষ্টান ঐক্য পরিষদের উপ গন সম্পাদক ডি কে জয়ন্ত, বালাগঞ্জ উপজেলা পুজা পরিষদের সাংগঠনিক সম্পাদক রজত দাস ভুলন, ওসমানীনগর পুজা পরিষদের আহবায়ক কমিটির সদস্য শিক্ষক অজিত পাল, ওসমানীনগর ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নি, বালাগঞ্জ ছাত্র যুব ঐক্য পরিষদের আহবায়ক নয়ন তালুকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পুজা পরিষদের সাধারন সম্পাদক বিজন কুমার ধর। শুরুতে গীতা পাঠকরেন শিক্ষক প্রতাপ চক্রবর্ত্তী। প্রয়াত সকল নেতৃবৃন্দ সহ অসিত ভট্রাচার্য্যকে শ্রদ্বাভরে স্মরন করা হয়। পুজা পরিষদের উপদেষ্টা বাবু পিনাকপানি ভট্রাচার্য্যের রোগমুক্তির প্রার্থনা করা হয়। এছাড়াও বালাগঞ্জ, ওসমানীনগর পুজা পরিষদ, হিন্দু বৌদ্ব খ্রীষ্টান পরিষদ, ছাত্রযুব ঐক্য পরিষদ, সকল সার্বজনীন পুজা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বালাগঞ্জ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন ডি কে জয়ন্ত, মনোজ দাস, প্রতিভা ধর, কনিকা ধর। পরে সবাই ভোজ সভায় অংশ নেন।